আব্দুল হান্নান,নাসিরনগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে তছনছ মুরগির খামার। স্বপ্ন ভেঙ্গে পথে বসার শঙ্কায় নির্বাক তিন খামারি। দেনাশোধের চিন্তায় দিশেহারা খামারিরা।
বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার উপর দিয়ে হঠাৎ করে প্রচন্ড বেগে বয়ে যাওয়া ঝড়াে হাওয়া আর শিলা বৃষ্টির কারনে দেনা করে তিন ব্যক্তির যৌথভাবে গড়ে তোলা মুরগির খামার ভেঙ্গে তছনছ হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা গেছে, নাসিরনগর উপজেলার নুরপুর গ্রামের তমিজ আলীর ছেলে ছােয়াব মুন্সি (৫০), আহাদ আলীর ছেলে শাহাঙ্গীর মিয়া (৩২), হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার লাখাই গ্রামের জহিরুল ইসলামের ছেলে আরমান মিয়া (২৮) যৌথভাবে নুরপুরের পশ্চিম বড়খালের পাড়ে প্রায় ৯ লক্ষ টাকা ব্যায় ৭৫ ফুট লম্বা ও ৩৫ ফুট প্রসস্ত একটি পােলট্রি মুরগীর খামার তৈরী করেন। ১ বছর যাবৎ তারা ব্যবসা করে আসছে।
বর্তমানে করােনার কারনে পােলট্রি ব্যবসায় ধস নামায় অনেক টাকা ক্ষতি হওয়ায় আবারাে তারা নতুন করে ছাগলের খামারের উদ্যােগ নেয়। এসময় ঝড়াে হাওয়ায় তাদর খামারটি ভেঙ্গে স্বপ তছনছ করে দেয়। ব্যবসায়ী শাহাঙ্গীর মিয়া জানায়,তারা ঋণ করে খামারটি করেছিল। ঋন এখনাে শােধ করতে পারেনি। এবার তাদের স্ত্রী পুত্র নিয় রাস্তায় বসা ছাড়া আর কােন উপায় নেই।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply