নাজমুল ইসলাম,নবীগঞ্জ প্রতিনিধি
নবীগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় তানজিনা নামে ৪ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। ৫ই মে (মঙ্গলবার) বিকেলে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় নিহত তানজিনা নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের ছোট শাখোয়া গ্রামের সফি মিয়ার মেয়ে। স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে খেলা করছিল ওই মেয়েটি। এসময় রাস্তা পাড় হওয়ার সময় একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। রক্তাক্ত অবস্থায় তানজিনাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। মা তার অবুঝ শিশুটিকে হারিয়ে দিশেহারা সফি মিয়া ও তার স্ত্রী। পরিবারে নেমেছে শোকের ছায়া।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply