করোনা সংকটে লকডাউন এর কারণে কর্মহীন কষ্টে থাকা খেটে খাওয়া মানুষের মাঝে যুক্তরাষ্ট্র প্রবাসী নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী মানবতাবাদি নাজমুল খাঁন মুরাদ এর অর্থায়নে দুই শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট লোকমান হোসেন।
মঙ্গলবার (১৯ মে) বিকেল ৩ টায় মডেল গার্লস স্কুল মাঠে পৌর এলাকার দুই শত পরিবারের মাঝে চাল,ডাল,তৈল,পিয়াজ,আলু ও সাবান বিতরণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আবুল কালাম ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বিজয় কৃষ্ণ মল্লিক, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া পার্থ,সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ভূঁইয়া শিপু সহ-সভাপতি আতাউর রহমান ডালিম,পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এডভোকেট কামরুজ্জামান অপু, যুগ্ম আহ্বায়ক অ্যাড.আরিফুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহ মোহাম্মদ ইয়াসিন।খাদ্য সামগ্রী বিতরণ কালে অ্যাডভোকেট লোকমান হোসেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র আহবানে ও সদর আসনের সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জননেতা উবায়দুল মোকতাদির চৌধুরীর অনুপ্রেরণায় সুদূর প্রবাসে থেকেও করোনা পরিস্থিতিতে কষ্টে থাকা মানুষের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করার জন্য যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল খাঁন মুরাদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনা মেনে চলা ও কষ্টে থাকা মানুষের পাশে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। (প্রেস বিজ্ঞপ্তি)।
Leave a Reply