সময়নিউজবিডি রিপোর্ট
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের জামালপুর শেখ বাড়ির উদ্যোগে বৈশ্বিক করোনা ভাইরাস (কুভিড-১৯) প্রতিরোধে শ্রমিক ও খেটে-খাওয়া মানুষরা কর্মহীন হয়ে পড়া অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) উপজেলার জামালপুরে র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ‘র কার্যালয়ের সামনে ১৩০ টি পরিবারের মাঝে এ ত্রাণ ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শালিসকারক আওয়ামীলীগ নেতা শেখ সাদেকুল ইসলাম সাদির, এশিয়ান ফেয়ার ফ্যাশন ও বেইজ আইটি সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার শরিফ উদ্দিন জয় সহ শেখ বাড়ির অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, করোনা ভাইরাস প্রাদূর্ভাবের পর থেকেই প্রচারবিমুখ শেখ বাড়ির উদ্যোগে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply