স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
বৈশ্বিক করোনা ভাইরাসে (কুভিড-১৯) ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে আরো ৫৪ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৩৯ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছে ৪৬১ জন ও মারা গেছেন ২৩ জন।
ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডাঃ একরাম উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (০৭ জুলাই) সন্ধ্যায় ১৬৮ টি রিপোর্ট আসে। এর মধ্যে ৫৪ জন করোনা সনাক্ত হয়েছে। ৫৪ জনের মধ্যে নবীনগরে ২১ জন, সদর উপজেলায় ১২ জন, নাসিরনগরে ২ জন, বাঞ্ছারামপুরে ৪ জন, আখাউড়ায় ৮ জন ও আশুগঞ্জে ৭ জন।
এদিকে আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় করোনা আক্রান্ত হয়েছে ৪৫৬ জন, আখাউড়া ৯৭ জন, বিজয়নগরে ৪৮ জন, নাসিরনগরে ৫৪ জন, বাঞ্ছারামপুরে ১০০ জন, নবীনগরে ২৩৬ জন, সরাইলে ৯৪ জন, আশুগঞ্জে ৭৭ জন ও কসবায় ২০৬ জন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply