সময়নিউজ রিপোর্ট \
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পৌর পরিষদের মাসিক সভা গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় মেয়র কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র নায়ার কবিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংরক্ষিত কাউন্সিলর হোসনে আরা বাবুল, হালিমা আক্তার কাজল, সালমা বেগম, মাহমুদা রহমান, পৌর কাউন্সিলর মোঃ জামাল হোসেন, মোঃ আবুল বাশার, মোঃ খবির উদ্দিন, আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, মোঃ কাউছার, মোঃ ফেরদৌস মিয়া, শাহ মোঃ শরীফ ভান্ডারী, আলহাজ্ব মোঃ মুরাদ খান, আব্দুল হাই ডাবলু, নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ প্রমুখ। সভা সঞ্চালনা করেন পৌর সচিব মোঃ সামছুদ্দিন। সভায় সভাপতির বক্তব্যে পৌর মেয়র নায়ার কবির বলেন, পবিত্র ঈদ-উল-আযহায় মুসলমানদের দুটি মূল ওয়াজিব হলো ঈদের নামাজ ও আল্লাহর উদ্দেশ্যে সামর্থবানদের পশু কোরবানী দেয়া। এবার করোনা মহামারীর ছোবলের মধ্যেই কোরবানী আসায় তা ধর্মীয় গাম্ভির্য ও আনুষ্ঠানিকতা রক্ষায় নিয়ন্ত্রণমূলক বিধি-ব্যবস্থা মেনে পালিত হবে। এবার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কোরবানীর পশুর হাট সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি পুক্সখানুপুক্সখু মেনে পরিচালনা করতে হবে। কোন বয়স্ক ব্যক্তি এবং অপ্রাপ্ত বয়স্ক শিশু-কিশোররা পশুর হাটে আসতে পারবেন না। ক্রেতা বিক্রেতা প্রত্যেককেই অবশ্যই মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি কোরবানীর বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার আহবান জানিয়ে বলেন, বর্জ্য অপসারণে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের সহযোগিতা করতে হবে। কোরবানির পর আমাদের সচেতনতাই পারে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে।
Leave a Reply