স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নারকেল গাছ থেকে পড়ে নাঈম মিয়া-(১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার তালশহর ইউনিয়নের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নাঈম মধ্যপাড়ার মরহুম বাবুল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার সময় নাঈম তার প্রতিবেশীর নারকেল গাছে উঠে পা পিছলে মাটিতে পড়ে যায়।
আহতবস্থায় তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। পরে তাকে ঢাকায় নেয়ার পথে সে মারা যায়।
এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় এখনো কোন অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply