স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
সাবেক গণপরিষদ সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক প্রশাসক জেলা আওয়ামীলীগ ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট সৈয়দ এ.কে.এম. এমদাদুল বারী (৯০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—রাজিউন)
সোমবার (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটের সময় রাজধানী ঢাকার সামরিক হাসপাতাল সিএমএইচএ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন।
আওয়ামীলীগের এ বর্ষীয়ান নেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের মাঝে।
মরহুম এমদাদুল বারীর পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, আগামীকাল মঙ্গলবার সকাল ১০ টায় জেলা শহরের পিটিআই স্কুল মাঠে প্রথম ও সকাল সাড়ে ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া আদালত চত্বরে দ্বিতীয় ও বাদ জোহর উনার গ্রামের বাড়ি জেলার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রানীখার গ্রামে তৃতীয় নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গ্রামের বাড়ি রানীখারে মরহুমের নিজের প্রতিষ্ঠিত মাদ্রাসা প্রাঙ্গণে দাফন করা হবে।
মৃত্যুকালে উনি ২ ছেলে ও ৩ মেয়ে নাতিনাতনি আত্মীয়স্বজন বন্ধুবান্ধব রাজনৈতিক সহকর্মী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে বর্ষীয়ান এ আওয়ামীলীগ নেতার মৃত্যুতে শোক ও সমবেদনা জ্ঞাপণ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়্-০৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
উল্লেখ্য, জৈষ্ঠ এ আওয়ামীলীগ নেতা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ সহচর দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত কারণ সহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply