আখাউড়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সবুজ রেস্ট হাউজ নামে এক আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের দায়ে এক নারীসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ। এসময় জিজ্ঞাসাবাদের জন্যে সবুজ রেস্ট হাউজের পরিচালক কে ও আটক করা হয়। তবে আটককৃতদের আদালতে সোপর্দ করা হলেও হোটেলের পরিচালক কে আদালতে পাঠানো হয়নি।
শনিবার (১৫ জুন) দুপুরে পৌর শহরের সড়ক বাজারের ওই হোটেল থেকে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বরিশল গ্রামের আঁখি বেগম (২৩), বিজয়নগর উপজেলার মেরাশানী গ্রামের সুহেল মিয়া (২৫) ও একই গ্রামের কাউছার মিয়া (৪৫)। এছাড়া হোটেল পরিচালককেও আটক করা হয়।
আখাউড়া থানার উপ-পুলিশ পরিদর্শক মো. দেলোয়ার হোসেন সাংবাদিকদের জানান, হোটেলের কক্ষ থেকে আপত্তিকর অবস্থায় তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। তবে হোটেল পরিচালককে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঠানো হয়নি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply