স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আনুমানিক ৮০ বছর বয়সী এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় সকালে ঢাকা-আগরতলা আন্তর্জাতিক মহাসড়কের পাশে নারায়ানপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য তার লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
আখাউড়া পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মন্তাজ মিয়া জানান, বুধবার সন্ধ্যায় নারায়ণপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। বৃদ্ধের গলায় ও লাউ গাছের বাগানের খুঁটিতে একটি রশি বঁাধা ছিল। এ ব্যাপারে আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুল আলম জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply