বিশেষ প্রতিবেদক//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার রাস্তার পাশ থেকে অচেতন অবস্থায় অজ্ঞাত এক মহিলাকে উদ্ধার হাসপাতালে নিয়ে গেলেন ছাত্রলীগ নেতা মোহাম্মদ টিটু ভুইয়া।
গত ৩০ সেপ্টেম্বর বিকেলে কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের মনকাশাইর সড়ক থেকে অজ্ঞাত ঐ মহিলাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন কসবা উপজেলা ছাত্রলীগের সদস্য মুহাম্মদ টিটু ভূইয়া।
পরে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত মহিলা (৬০) কে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন টিটু। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই মহিলার পরিবারের খোঁজ মেলেনি।
এ ব্যাপারে ছাত্রলীগ নেতা টিঁটু বলেন, গত ৩০ সেপ্টেম্বর বুধবার রাত সাড়ে ৮টার দিকে ওই সড়কে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে উপজেলা চেয়াম্যান জীবন ভাইকে জানালে তিনি বলেন, পুলিশকে অবগত করে মহিলাকে হাসপাতালে ভর্তি করাতে। জীবন ভাইয়ের পরামর্শে পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে পুলিশের সহযোগিতায় ওই মহিলাকে উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বৃদ্ধার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে অজ্ঞাত ঐ বৃদ্ধা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই বৃদ্ধার পরিবারের কোন সন্ধান পাওয়া যায়নি।
এ ব্যাপারে কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, আমি এই ঘটনাটি শুনেছি। তিনি কসবা থানা পুলিশ কোন সহযোগীতা লাগলে তা করবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply