স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে শাক সবিজ ও মৎস্য চাষের উপর বেকার যুবকদের সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় উপজেলার দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা লুৎফুর রহমান প্রধান অতিথি হিসেবে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার কে.এম. ইয়াসির আরাফাতের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চলনায় “আত্মকর্মীর কারিগর, যুব উন্নয়ন অধিদপ্তর” এই শ্লোগানকে সামনে রেখে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশেষ উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী।
বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকতা ডাঃ মোহাম্মদ মাসুম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর জাহান, ইউপি চেয়ারম্যান এ.এম শামীউল হক চৌধুরী শামীম, দাউদপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাহজাহান খাঁন প্রমুখ।
সপ্তাহব্যাপী শাক সবজি ও মৎস্য চাষ প্রশিক্ষণ কোর্সে উপজেলার চান্দুরা ইউনিয়নের ৫০ জন বেকার যুবক অংশ গ্রহন করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply