স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের গোলচত্বর এলাকা থেকে ৩০ বোতল ফেন্সিডিল, মাদক বিক্রয়ের নগদ ২,৫০০ টাকা’সহ ০২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টায় আশুগঞ্জ গোলচত্বর যাত্রী ছাউনীর সামনে অভিযান পরিচালনা করে তাদের আটক করেন।
আটককৃতরা হলেন- মোঃ পিন্টু মিয়া (১৯), পিতা-মোঃ মতি মিয়া, গ্রাম-মন কাসাইর, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া ও মোঃ হোসেন মোবারক সবুজ (২৭), পিতা-মোঃ ফারুক আহম্মেদ, গ্রাম-কামাল্লা, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা।
র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় পাইকারি/খুচরা বিক্রয় করে থাকে। এসব তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য মাদক ব্যবসায়ী চক্রের উপর র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আরো জানা যায় যে, উক্ত মাদক ব্যবসায়ী চক্র ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ গোলচত্বর এলাকায় মাদকদ্রব্য নিয়ে ঢাকার যাওয়ার জন্য অপেক্ষা করিতেছে। এরই প্রেক্ষিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল পিন্টু ও সবুজকে আটক করেন। পরে আটককৃতদের কাছ থেকে ৩০ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির নগদ ২৫০০/- টাকা উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ৬২,৫০০/- টাকা।
এ ব্যাপারে স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইন জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply