স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
পৃথিবীর সর্ববৃহৎ সেবা সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল। লায়ন্স জেলা ৩১৫এ১, বাংলাদেশ এর অন্যতম সেরা লায়ন্স ক্লাব অব ঢাকা কিংস এর ৫ম বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (শুক্রবার) ০৬ নভেম্বর দুপুর ৩:৩০ ঘটিকায় আগাঁরাগাও লায়ন্স ভবন অডিটোরিয়ামে এক ঝমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে লায়ন্স ক্লাব অব ঢাকা কিংসের চার্টার প্রেসিডেন্ট (২০১৬-১৭) লায়ন আজহার মাহমুদ পিএমজেএফ ও দ্বিতীয় সহ সভাপতি (২০২০-২১) লায়ন আলেয়া আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫এ১ এর গভর্ণর লায়ন মোঃ নজরুল ইসলাম শিকদার পিএমজেএফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আপিডিজি লায়ন ড. শহিদুল ইসলাম,প্রথম ভাইস গভর্নর, লায়ন আর্কিটেক্ট নিখিল চন্দ্র গুহ, দ্বিতীয় ভাইস গভর্নর, লায়ন ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল, গ্লোবাল সার্ভিস টিম কো-অর্ডিনেটর; লায়ন আকরাম উজ জামান, লায়ন এম এ মতিন খান, লায়ন মোঃ ফরিদুল ইসলাম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব অব ঢাকা কিংস এর প্রাক্তন প্রেসিডেন্ট; লায়ন মো: রবিউল ইসলাম রাজু পিএমজেএফ, প্রাক্তন সভাপতি; লায়ন মোঃ কামরুজ্জামান এবং উক্ত প্রোগ্রামের চেয়ারপার্সন লায়ন মাসুদ রানা মজুমদার প্রমুখ।
অনুষ্ঠানে প্রথম পর্বে সভাপতিত্ব করেন ঢাকা কিংস এর সদ্য প্রাক্তন সভাপতি লায়ন মোঃ কামাল উদ্দিন, এ সময় তিনি (২০২০-২১) বর্ষের নতুন সভাপতি লায়ন এড. জাহিদ চৌধুরীর হাতে দায়িত্ব হস্তান্তর করেন। লায়ন এড. জাহিদ চৌধুরী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের সভাপতিত্ব করেন।
এ বছর লায়ন্স ক্লাব অব ঢাকা কিংস ৪ টি লায়ন্স ক্লাবস স্পন্সর করে। লায়ন্স ক্লাব অব ঢাকা ডায়নামিক কিংস এর চার্টার প্রেসিডেন্ট লায়ন একেএম শফিকুল ইসলাম, ঢাকা চ্যাম্পিয়নন্স এর চার্টার প্রেসিডেন্ট লায়ন মোঃ আব্দুল জলিল বাবু, ঢাকা ইয়াং লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন মোস্তাক আহমেদ জাহিদ এর হাতে নতুন চারটি ক্লাবের দায়িত্ব তুলে দেওয়া হয়।
এসময় ঢাকা কিংস লায়ন্স ক্লাবের বোর্ড অব ডিরেক্টরদের ইনস্টালেশন ও নতুন চারটি লায়ন্স ক্লাবের ২০০ লায়ন সদস্যদের ইন্ডাকশন অনুষ্ঠিত হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply