তিমির বনিক, শ্রীমঙ্গল উপজেলা সংবাদদাতা মৌলভীবাজার জেলা পুলিশ কর্তৃক মাস্ক সপ্তাহের উদ্বোধন। আজ বৃহস্পতিবার(২৬ নভেম্বর) সকাল ১১টায় মৌলভীবাজার জেলার ত্রিশটি স্থানে একযোগে সচেতনতামূলক কার্যক্রমের চেকপোষ্ট স্থাপন করা হয়েছে এবং প্রতিটি থানার সম্মুখে একটি করে সচেতনতা মঞ্চ স্থাপন করা হয়েছে,যার কার্যক্রম আগামী এক সপ্তাহ ছলবে। শ্রীমঙ্গল থানার সম্মুখে সচেতনতামূলক মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হক,শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল সিনিয়র এএসপি আশরাফুজ্জামান আশিক,সিলেট বিভাগীয় সাবেক স্বাস্থ্য পরিচালক ডাঃ হরিপদ রায়,শ্রীমঙ্গল উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক,শ্রীমঙ্গল থানার ওসি তদন্ত মোঃ হুমায়ুন কবীর,ওসি অপারেশন নয়ন কারকুন,শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী সহ শ্রীমঙ্গল থানা পুলিশের অফিসার বৃন্দ,পুলিশ সদস্য বৃন্দ,বিভিন্ন সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।উক্ত অনুষ্ঠানে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়,জেলা পুলিশের সচেতনতামুলক মঞ্চ থেকে সপ্তাহব্যাপী জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উক্ত মঞ্চ থেকে সচেতনতা কার্যক্রম পরিচালনা করবেন।জেলার মধ্যে যাদের মাস্ক থাকবে না তাদের মাস্ক পড়ার শপথ করানো হবে, প্রাথমিকভাবে মাস্ক সরবরাহ করা হবে, মাস্ক ছাড়া প্রবেশ নিরুৎসাহিত করা হবে এবং পরবর্তীতে ক্রমান্বয়ে আরো কঠো ব্যবস্থা গ্রহণ করা হবে।পরে শ্রীমঙ্গল শহরে সচেতনতামুলক রেলী ও পরিশেষে আলোচনা সভার মাধ্যমে কর্যক্রমের উদ্বোধন করা হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply