স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক্টরের সাথে মুখোমুখী সংঘর্ষে হেলাল মিয়া-(২৮) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত ও মোঃ বসু মিয়া নামে অপর আরোহী আহত হয়েছেন।রোববার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার রামপুরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত হেলাল মিয়া জেলার সরাইল উপজেলার শাহজাদাপুর গ্রামের আইয়ুব মিয়ার ছেলে। আহত বসু মিয়া একই গ্রামের সৈয়দ আলীর ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রোববার দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার রামপুরা এলাকায় মোটর সাইকেল ও ট্রাক্টরের সংঘর্ষ হলে মোটর সাইকেল আরোহী হেলাল মিয়া ঘটনাস্থলে নিহত হন ও মোটর সাইকেলে থাকা অপর আরোহী বসু মিয়া গুর“তর আহত হন।
খবর পেয়ে বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। আহত বসু মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়ছে।
এ ব্যাপারে বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার এস.আই মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাক্টরটিকে আটক করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply