স্টাফ রিপোর্টার//সময়নিউজবিড
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৌর সভার এক কর্মচারীসহ ১০ জুয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে পৌর শহরের খড়মপুর মাজার এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানে জুয়া খেলার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামসহ নগদ ১ লাখ ১৩ হাজার ৯শ টাকা উদ্ধার করা হয়।
পরে আজ শনিবার সকালে গ্রেপ্তারকৃতদেরকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, আফজাল খাদেম, সোহাগ মিয়া, মোস্তাক মিয়া, সাদ্দাম, সুজন মিয়া, আসাদুর রহমান, আবুল হোসেন, রাজু, শোয়েব খাদেম ও যোসেফ খাদেম। তাদের সবার বাড়ি আখাউড়া পৌর এলাকার বিভিন্ন গ্রামে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে খড়মপুর মাজার এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানে জুয়া খেলার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামসহ নগদ ১ লাখ ১৩ হাজার ৯শ টাকা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply