স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২০ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ মোঃ হযরত আলী (৩৫), মোঃ আব্দুল হালিম (২৭) ও মোঃ সোহেল রানা (৩৩) নামে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
আজ রবিবার (২০ ডিসেম্বর) সকাল সোয়া ২০ টায় ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা এলাকা থেকে তাদের আটক করেন র্যাব।
র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা এলাকায় ঢাকামুখী একটি হলুদ-নীল রংয়ের ঢাকা মেট্টো-(ট-২২-৪২৭৭) ট্রাকে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করেন। এসময় মাদক সরবরাহের কাজে ব্যবহৃত ট্রাকসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটককৃতরা হলেন- জয়পুর হাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা বাজার এলাকার মৃত আবুল কাশেমের ছেলে হযরত আলী, একই উপজেলার গনেশপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোঃ সুহেল রানা ও কুমিল্লা বুড়িচং উপজেলার বুরবুড়িয়া গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে আব্দুল হালিম।
উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ৩৬ লাখ ১৫ হাজার ৫শত টাকা। এ ঘটনায় আটককৃত আসামীদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ভৈরব র্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply