স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার পৌর শহরের পূর্বপাইকপাড়া এলাকা থেকে মাদকসহ ১০ জুয়ারিকে আটক করেছেন র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
গত ৩ জানুয়ারি রাত সাড়ে ১০ টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পূর্বপাইকপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করেন র্যাব।
র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত রবিবার ৩ জানুয়ারি রাত সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পূর্বপাইকপাড়া এলাকার কুমারশীল মোড়ের আনোয়ার টাওয়ারের ১০ম তলার একটি রুমে অভিযান চালিয়ে মোঃ ইউসুফ শাহ (৪২), পিতা-মৃত আলী মিয়া, সাং-বাটপাড়া, মোঃ হাফিজুল ইসলাম (৩৮), পিতা মোঃ তাজুল ইসলাম, সাং-বাটপাড়া, মোঃ আল আমিন (৪৪), পিতা-মোঃ নুরুল আফসার, সাং-ফুলবাড়ীয়া, শাহ আলম (৪০), পিতা-অহিদ মিয়া, সাং- নাটাই, কাজী সুমন (৪০), পিতা-মৃত কাজী ছেন্দু মিয়া, সাং-নাটাই, মোঃ সোহেল (৩৮), পিতা-মৃত শওকত হুসেন, সাং- নাটাই, মোঃ আব্দুর রউফ (৩৯), পিতা- মৃত মতিউর রহমান, সাং-তেলিনগর, মোঃ জামাল উদ্দিন (৪০), পিতা-মৃত খোরশেদ মিয়া, সাং-কালাই শ্রীপাড়া, মাসুদুল হাসান (৩৯), পিতা-হাজারী মোল্লা, সাং-বাটপাড়া ও মোঃ কাউসার মিয়া (৩৮), পিতা-নূরুল ইসলাম সাং-নাটাই, সর্ব থানা-সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া দেরকে আটক করেন। এসময় জুয়াড়ীদের কাছ থেকে জুয়ার (ক) ১৫৪ টি বিভিন্ন রং ও নম্বরের তাস, (খ) জুয়া খেলার নগদ- ৮৫,২৪০/- টাকা, (গ) জুয়া খেলার হিসাবের খাতা- ০১ টি, (ঘ) ইয়াবা-৩৮ পিস, (ঙ) স্কাফ-১৬ বোতল উদ্ধার করে জব্দ করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply