ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা আ.লীগের সভাপতি মিনারা আলম জাতীয় মহিলা সংস্থা ব্রাহ্মণবাড়িয়া জেলার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
রাস্ট্রপতি আদেশে সিনিয়র সহকারী সচিব দিলীপ কুমার দেবনাথ কর্তৃক সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
এছাড়াও জাতীয় মহিলা সংস্থা ব্রাহ্মণবাড়িয়া জেলার সদস্য হিসেবে অ্যাড. আলেয়া চৌধুরী, সাদেকা বেগম, আকলিমা রহমান ঝুমা ও মফিজা বেগমকে মনোনীত করা হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১ এর ১০ ধারা (৩) উপধারার অনুসারে তাদের মনোনীত করা হয়।
আদেশে বলা হয়েছে, মনোনয়নের ৩১ ডিসেম্বর ২০২০ ইং তারিখ থেকে চেয়ারম্যান ও সদস্যদের কার্যকাল দুই বছর সময়ের জন্য বলবৎ থাকবে।
উল্লেখ্য, মিনারা আলম বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। (প্রেস বিজ্ঞপ্তি)
Leave a Reply