স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী, পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি মিসেস নায়ার কবির বলেছেন, আমি শাসক হতে চাই না, পৌরবাসীর সেবক হতে চাই। আগামী ২৮ ফেব্রুয়ারি নৌকাকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং কুচক্রী মহল থেকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, নান্দনিক ব্রাহ্মণবাড়িয়া গঠনে সকলের সহযোগিতা প্রয়োজন।
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে পৌর কমিউনিটি সেন্টারে আলোকিত ব্রাহ্মণবাড়িয়ার ৩য় বর্ষপূর্তির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডাঃ মোঃ আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব এড. লোকমান হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামী, সিনিয়র সহ সভাপতি ও জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযুষ কান্তি আচার্য্য, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল, আসিফ টিউটোরিয়া হোমের পরিচালক আসিফ ইকবাল খান, আলোকিত ব্রাহ্মণবাড়িয়া’র সভাপতি আদনান হোসেন উজ্জ্বল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আলোকিত ব্রাহ্মণবাড়িয়া’র সাধারণ সম্পাদক আব্দুল মতিন শিপন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply