স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, যত বেশি করে নতুন প্রজন্মেকে ভাষা আন্দোলন,মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সঠিক ইতিহাস জানানো যাবে ততবেশি তাদের মাঝে দেশপ্রেম জাগ্রত হবে।তিনি বলেন, একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িকতা ধর্মান্ধতা,কুপমন্ডুকতা ও সংকীর্ণতার বিরুদ্ধে নতুন প্রজন্মকে জাগ্রত করতে পারলেই বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা আরো এগিয়ে যাব।তিনি , যাদের রক্তের বিনিময়ে আমরা ভাষা ও স্বাধীনতা অর্জন করেছি তাদের স্মৃতি অম্লান করে রাখতে সকলের প্রতি আহ্বান জানান।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাষা আন্দোলনের ৬৮ বছর পর ভাষা শহীদদের স্মৃতি রক্ষার্থে নির্মিত শহীদ মিনারের উদ্বোধন ও নাম ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি বিশিষ্ট লেখক ও কলামিস্ট উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও নাম ফলক উন্মোচন,শহীদ মিনারের পাশে বৃক্ষ রোপণ ও প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন শেষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগদান করেন।
সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাড. লোকমান মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক ও জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান এম এ এইচ মাহবুব আলম, সহ সভাপতি শরিফুল ইসলাম, মজলিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী তাজুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিত্রী রানী দাস, সদর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সদস্য ইশতিয়াক আহমেদ দুলাল, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ মানিক, সমাজ সেবক হাজী আশরাফুল ইসলাম মামুন।
শিক্ষক নেতা আব্দুল গাফ্ফার ও সাবেক ছাত্রনেতা এমদাদ হোসেন দানার সঞ্চালনায় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হাজারী আঙ্গুর বুধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, মজলিশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ বজলুর রহমান, মজলিশপুর উচ্চ বিদ্যালয় ও বাজার কমিটির সভাপতি মোঃ হিরন মিয়াঁ সর্দার, শিক্ষক মোঃ আল-ইসলাম ছাড়াও ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, মজলিশপুর ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply