স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
“বিতর্ক মানে যুক্তি,বিজ্ঞানে মুক্তি” এ স্লোগানে সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায় বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব-২১ জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় গভঃ মডেল গার্লস উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সমকাল সুহৃদ সমাবেশ এর আয়োজনে ও প্রফেসর’স কারেন্ট অ্যাফেয়ার্স এর বিশেষ সহযোগীতায় এ বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দৈনিক সমকাল’র ব্রাহ্মণবাড়িয়া স্টাফ রিপোর্টার আবদুন নুর এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিভূতি-ভূষণ।
গভঃ মডেল গার্লস সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারভীন আকতার এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, অনুষ্ঠানের মডারেটর বিশেষ অতিথি অধ্যাপক মানবর্ধন পাল, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ রিয়াজ উদ্দিন জামি, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ ব্রাহ্মণবাড়িয়ার অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ সোপানুল ইসলাম সোপান, ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমির সদস্য সচিব এস আর ওসমান গনি সজীব।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply