স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের জালালপুর দিঘীরপাড় থেকে রহিমা বেগম (৪৫) নামে এক মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (০৬ মার্চ) সকালে উপজেলার হরষপুর ইউনিয়নের জালালপুর গ্রামে প্রবেশ পথের মুখে শেখের দিঘীর পশ্চিম দক্ষিণপাড় ঝোপঝাড়ের ভিতর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত রহিমা বেগম উপজেলার হরষপুর ইউনিয়নের মেকশিমুল গ্রামের শাহিদ মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানায়, শাহিদ মিয়ার দৃষ্টি প্রতিবন্ধী একজন অক্ষম ব্যক্তি। তার স্ত্রী জীবিকার্জনের জন্য প্রতিদিন নিজ গ্রাম থেকে হরষপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে কাজ করেন। শনিবার গ্রামের কয়েকজন মহিলা সকাল আনুমানিক ৭ টার দিকে হাঁটতে বের হয়ে দিঘির পাড়ে এসে হঠাৎ মহিলার মৃত দেহটি দেখে। পরে স্থানীয়রা বিজয়নগর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেন।
এদিকে, রহিমা বেগমের মরদেহটি উদ্ধারের পর ঘটনাস্থল পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোঃ রহিছ উদ্দিন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হোসেন, বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, ‘নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার থেকে থানায় অভিযোগের প্রক্রিয়া চলছে।অভিযোগ পাবার পরে তদন্তপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply