স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “অভি দাস রনি (Das)” নামে একটি ফেসবুক আইডি থেকে মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননা করে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে রনি দাস (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৩ মার্চ) তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানী ঢাকা থেকে তাকে আটক করেন পুলিশ।
জানা যায়, গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল গ্রামের জহর লাল দাসের ছেলে রনি দাস তার ফেসবুক আইডি “অভি দাস রনি (Das)” থেকে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি লিখেন, “গোলাপে এত সুগন্ধ কেন? নবীজির এক ফোটা ঘাম মোবারক পড়েছিল তাই”। এ পোষ্টে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে অবমাননা ও আপত্তিকর কমেন্টস করার ঘটনাটি অরুয়াইল এলাকার লোকজনের দৃষ্টিগোচর হলে মুসলিম ধর্মালম্বীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি তাৎক্ষণিক জেলা পুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আনিসুর রহমান জানতে পেরে মহানবীকে অবমাননাকারী ঐ যুবকে গ্রেপ্তারের নির্দেশ দেন। পরে শুক্রবার সন্ধ্যা থেকে জেলা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা কুমিল্লা সহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন। অবশেষে শনিবার বিতর্কিত পোস্ট প্রদানকারী রনি দাসকে ঢাকা থেকে গ্রেপ্তার করেন পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আনিসুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply