শফিকুর রহমান//সরাইল প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের চুন্টা ইউনিয়নের বড়াইল গ্রাম থেকে শুক্রবার বিকালে জোনাকি আক্তার (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত জোনাকি একই ইউনিয়নের ঘাগড়াজোর গ্রামের আব্দুল জাহেরের মেয়ে।
নিহত গৃহবধূ জোনাকির বাবা জাহের জানান, যৌতুকের জন্য শ্বাসরোধ করে আমার মেয়েকে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা।
এ বিষয়ে সরাইল থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন গৃহবধূর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার চুন্টা ইউনিয়নের বড়াইল গ্রাম থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ ( ওসি) জানান, নিহত জোনাকির লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে নিহত পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে । ময়না তদন্তের রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে। এ ব্যাপারে সরাইল থানা অপমৃত্যু মামলা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply