স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় আক্রান্ত রোগীদের পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের জন্য ও প্রয়োজনীয় অক্সিজেন সিলিন্ডার ক্রয় করতে দেড় লাখ টাকা অনুদান দিলেন মোকতাদির -ফাহিমা কল্যাণ ট্রাষ্ট।
মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ একরামউল্লাহ এর হাতে অনুদানের চেক প্রদান করা হয়।
মোকতাদির -ফাহিমা কল্যাণ ট্রাষ্টের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ও ট্রাষ্টের সহ-সভাপতি ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়’র ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ফাহিমা খাতুন সিভিল সার্জনের হাতে অনুদানের চেক তুলে দেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার প্রমুখ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply