সংবাদ শিরোনাম
সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু আর নেই

সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু আর নেই

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য সাবেক সফল আইনমন্ত্রী ও নবনির্বাচিত সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি সিনিয়র আইনজীবী বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন খসরু (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ –রাজিউন)। 
বুধবার (১৪ এপ্রিল) পবিত্র মাহে রমজানের প্রথম দিন বিকেল পৌনে ৫ টায় রাজধানী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 
কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া আসনের পাঁচ পাঁচ বারের নির্বাচিত সংসদ সদস্য ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী গণমানুষের প্রিয় নেতা অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর রাজনৈতিক দল আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও তাঁর নির্বাচনী এলাকা বুড়িচং ও ব্রাহ্মণপাড়া আসনের সর্বস্তরের জনগনের মধ্যে।

এদিকে, বর্ষীয়ান এ আওয়ামীলীগ নেতা আব্দুল মতিন খসরুর মৃত্যুতে শোক ও সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ, মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। 
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com