জিয়াদুল হক বাবু, স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অগ্নিকাণ্ডে হতদরিদ্র এক রিক্সা চালকের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। এসময় একটি গরুও অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে।
শনিবার (২৪ এপ্রিল) দুপুর ১টায় বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর গ্রামের খলাপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, আজ শনিবার উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর গ্রামের হতদরিদ্র রিক্সা চালক নজরুল ও নজরুলের স্ত্রী তার অসুস্থ মেয়ে স্বপনাকে নিয়ে মাধবপুরে একটি হাসপাতালে চিকিৎসা করাতে যান। পরে দুপুরে নজরুলের ৫ বছর বয়সী মেয়ে চুলায় দুধ রান্না বসিয়ে ঘর থেকে চলে যায়। এসময় দুধের পাতিলে দুধ শুকিয়ে আগুন ধরে রান্না ঘরসহ পাশের আরেকটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এসময় আশপাশের লোকজন এগিয়ে এসে ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে হতদরিদ্র রিক্সা চালক নজরুলের একটি গরু, ঘরের আসবাবপত্র ও কাপড়চোপড় সহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়।
বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইয়াসির আরাফাত অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদককে জানান, অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক চাল, কম্বল, টিন ও নগদ টাকা সহায়তা প্রদান করা হয়েছে ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply