স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের নয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করলেন মোহাম্মদ এমরানুল ইসলাম।
বুধবার (১২ মে) তিনি ওসি হিসেবে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় এসে যোগদান করেন।
ব্রাহ্মণবাড়িয়ায় দুষ্কৃতকারীদের তাণ্ডব, দাঙ্গা-হাঙ্গামা, মাদক, চুরি-ছিনতাই, চাঁদাবাজী, ডাকাতিসহ সকল ধরণের অপরাধ দমন এবং সদর উপজেলাকে নাগরিকদের নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তোলার জন্য সকলের সহযোগিতা কামনা করেন নবাগত ওসি এমরানুল ইসলাম।
এদিকে এর আগে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ওয়ারী এলাকার পুলিশ পরিদর্শক (অপারেশন) হিসেবে দায়িত্ব পালন করেছেন এমরানুল ইসলাম।
ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) রইছ উদ্দিন নয়া ওসির যোগদানের বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত ২৬ মার্চ স্বাধীনতার দিবসের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় গত ২৬ এপ্রিল সদর মডেল থানার তৎকালীন ওসি আব্দুর রহিমকে পুলিশ সদর দপ্তরের এক আদেশে রংপুর রেঞ্জে বদলি করা হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply