স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর বিশ্ব মুসলিম উম্মাহর বৃহত্তম উৎসব পবিত্র ঈদুল ফিতর এর ঈদের জামাত সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মে) সকালে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সরকারি নির্দেশনা স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার সকল মসজিদে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের “ঈদ জামাত” অনুষ্ঠিত হয়।
মহামারি করোনা ভাইরাস সংক্রমণ রোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে পুরো উপজেলায় সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেক এলাকার মসজিদ গুলোতে ঈদের জামাত আদায় করেন ধর্মপ্রাণ মুসলমানেরা।
ঈদ উল ফিতরের ঈদ জামাত শেষে মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) থেকে বিশ্ববাসীকে মুক্ত করে দিয়ে স্বাভাবিক জীবন যাপনে ফিরিয়ে আনতে আল্লাহর রহমত কামনা করা হয়। পাশাপাশি বিশ্ব মুসলিমদের সকল রকম নির্যাতন থেকে হেফাজত করতে প্রার্থনা করা হয়।
বিজয়নগর উপজেলা মডেল মসজিদে পবিত্র ঈদুল ফিতরের ঈদের নামাজ আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইয়াসির আরাফাত, বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান সহ উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তাগণ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply