স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ র্যাবের অভিযানে ২৪ লিটার চোলাই মদ’সহ ১৭ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
গতকাল রবিবার (২৩ মে) রাত পৌঁনে ৯ টায় আশুগঞ্জ রেলগেইট হরিজন কলোনীর সামনে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করেন র্যাব।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, রবিবার রাত পৌঁনে ৯ টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলগেইট হরিজন কলোনীর সামনে অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার আগরপুর এলাকার মৃত আলী আকবরের ছেলে আবুল কাশেম (৪০), আশুগঞ্জের সোহাগপুরের মৃত আব্দুর রহমানের ছেলে গোলাপ মিয়া (৭০), দূর্গাপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে মোঃ আলম (২৭), চরচারতলা গ্রামের মৃত রামচন্দ্র বাবুুর ছেলে সুমন বাবু (২১), হবিগঞ্জের লাখাই উপজেলার শিবপুর গ্রামের শামীম রাজার ছেলে আল-আমিন আল হাবিব (১৯), ইদ্রিস মিয়ার ছেলে সোহরাব (১৯), মোঃ সৈয়দুর রহমানের ছেলে মোঃ মোফাসেল (১৯), কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ইসলামপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে মোঃ সাইদুল হক (১৯), আশুগঞ্জের ফিরোজ মিয়া কলোনির হযরত আলীর ছেলে শাকিল (১৯), আলমনগর এলাকার বাচ্চু মিয়ার ছেলে মোঃ ফরহাদ মিয়া (২৮), কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর গ্রামের মৃত সাহেদ আলীর ছেলে মোঃ বরজু মিয়া (৫০), নরসিংদীর রায়পুর উপজেলার গৌরীপুর গ্রামের মৃত এস এম আকতার মোল্লার ছেলে মোঃ আজাহার মোল্লা (২৭), আশুগঞ্জ চর-সোনারামপুরের মৃত সুলতান মিয়ার ছেলে হারুন মিয়া (৪৫), আশুগঞ্জ ফিরোজ মিয়ার কলোনীর আরজু মিয়ার ছেলে রুবেল (২২), বাহাদুরপুর গ্রামের মৃত সুরেশ কর্মকারের ছেলে রতন কর্মকার (৪৫), দূর্গাপুরের নুরু মিয়ার ছেলে মোঃ আঃ রাজ্জাক (৩৮), তাজপুর গ্রামের মৃত রওশন মিয়ার ছেলে আনার মিয়া (৩৬) কে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ২৪ লিটার চোলাই মদ উদ্ধার করে সেগুলো জব্দ করেন।
র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সহকারী পুলিশ সুপার
ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মোঃ আক্কাস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply