স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক দুর্ঘটনায় জিসান-(১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বেড়তলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত জিসানের বাড়ি মুন্সিগঞ্জ জেলায় বলে জানা গেছে।
বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহজালাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার সকালে একটি কাভার্ডভ্যান সিলেট যাওয়ার পথে বেড়তলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হলে ঘটনাস্থলে কাভার্ডভ্যানে থাকা জিসান মারা যায়।
তিনি বলেন, কোন অভিযোগ না থাকায় জিসানের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply