স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও পৌর শহরের কাজীপাড়া দরগামহল্লার বাসিন্দা সৈয়দ সালাহ উদ্দিন সেলিম (৬৫) ইন্তেকাল করেছেন।
মঙ্গলবার (২৫ মে) সকাল ৮ টা ৫০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন বন্ধু বান্ধব ও শুভাকাঙ্খী রেখে গেছেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার-পরিজন, পাড়া-প্রতিবেশী ও শুভাকাঙ্খীদের মধ্যে।
আজ মঙ্গলবার বাদ আছর কাজীপাড়া সৈয়দ মাহমুদ শাহ দরগা কমপ্লেক্স প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে দাফন করা হবে বলে জানিয়েছেন তাঁর পরিবার।
উল্লেখ্য, মরহুম সৈয়দ সালাহ উদ্দিন সেলিম রীনা লাইব্রেরি ও দিদার ব্রিকস ফিল্ড এর সত্ত্বাধিকারী ছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ও দলিল লেখক সৈয়দ সামসুদ্দিন আহমেদ মাসুদের পিতা ও পৌর বিএনপির আহবায়ক জসিম উদ্দিন রিপনের বড় ভাই।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply