ব্রাহ্মণবাড়িয়া- ২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য বিশিষ্ট কবি, কলামিস্ট, লেখক ও সরাইল উপজেলা প্রেসক্লাবের আজীবন সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মে) দুপুর ১২টায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সাংবাদিকদের উপস্থিতিতে দোয়া পরিচালনা করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব মোঃ শফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবেদুর আর শাহীন, সাংগঠনিক সম্পাদক আলমগীর মিয়া, সদস্য মোখলেছুর রহমান, সদস্য মাহবুবুর রহমান খন্দকার প্রমুখ।
উল্লেখ্য, গতকাল বুধবার সাবেক সাংসদ ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা এডভোকেট জিয়াউল হক মৃধা অসুস্থ হয়ে ঢাকাস্থ ল্যাব এইড হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply