স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১৬ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার সকালে উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের আহাম্মদপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ধজনগর গ্রামের ছানাউল মিয়া-(২৬), একই উপজেলার চৌবেপুর গ্রামের সালমান মিয়া- (১৯), একই গ্রামের শান্তা আক্তার-(২৪) ও সাথী আক্তার-(২০)।
এলাকাবাসী জানান, শুক্রবার সকালে মাদক ব্যবসায়ীরা আহাম্মদপুর গ্রাম দিয়ে মাদক নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর সন্দেহ হলে এলাকাবাসী তাদেরকে আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ বলেন, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply