সংবাদ শিরোনাম
সরাইলে সেলুন ভিত্তিক পাঠাগার উদ্বোধন

সরাইলে সেলুন ভিত্তিক পাঠাগার উদ্বোধন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে “সেলুন ভিত্তিক পাঠাগার” উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১১ টায় সরাইল উপজেলার অরুয়াইল বাজারের নুকুল হেয়ার কাটিং সেলুনে ফিতা কেটে পাঠাগারটি  উদ্বোধন উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য ও অরুয়াইল প্রেস ক্লাবের সভাপতি  বীর মুক্তিযোদ্ধা মোঃ সাহের উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন অরুয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজি মোঃ আবু তালেব, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী মোঃ শফিক, অরুয়াইল প্রেস ক্লাবের সহ-সভাপতি প্রফেসর মোঃ এলাই মিয়া, সাধারণ সম্পাদক এম. মনসুর আলী, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক  মোঃ আসিফ ইকবাল খোকন, সরাইল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ আখতার হোসেন, অরুয়াইল ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ বোরহান উদ্দিন, শিক্ষক গোপাল চন্দ্র গোপ, ইসমাইল মিয়া, জহরলাল সূত্রধর, খোকন বিশ্বাস, সুজন বিশ্বাস এবং “ সেলুন ভিত্তিক পাঠাগার” এর উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা হারুন-অর-রশীদ ।
সেলুন ভিত্তিক পাঠাগারের কার্যক্রমকে স্বাগত জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সুধীজনরা বলেন, মাদকমুক্ত ও আলোকিত সমাজ বিনির্মাণে  পাঠাগার আন্দোলন ইতিবাচক ভূমিকা রাখবে।
পাঠাগারের উদ্যোক্তা, প্রতিশ্রুতিশীল লেখক ও বিশিষ্ট ব্যাংকার হারুন অর রশীদ জানান, ঢাকার নবাবগঞ্জে সেলুন ভিত্তিক পাঠাগার  উদ্বোধনের মধ্য দিয়ে এ কার্যক্রমের যাত্রা শুরু। পর্যায়ক্রমে ৬৪ জেলায় এ ধরণের ৬৪ টি পাঠাগার স্থাপন করা হবে।
সেলুন ভিত্তিক পাঠাগার আন্দোলনের উদ্যোক্তা বইপ্রেমী হারুন অর রশীদ কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আবদুল্লাহ পুরের আসাদুল্লাহ মাস্টারের ছেলে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com