আব্দুল হান্নান,নাসিরনগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরে অবস্থিত প্রায় অর্ধশত বছরের ঐতিহ্যবাহী আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠটি মাছ চাষের পুকুরে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই তলিয়ে যায় এ ঐতিহ্যবাহী খেলার মাঠটি। এক সময়ে সুদূর নাইজেরিয়া থেকে খেলোয়ারা এসে ওই মাঠে খেলেছে ফুটবল খেলা। এলাকার অধিকাংশ ক্রীড়া প্রেমীরা উক্ত মাঠে খেলত ফুটবল, ক্রিকেটসহ নানান ধরনের খেলা।নাসিরনগরের সৌন্দর্য মন্ডিত এ মাঠটি আজ সামান্য বৃষ্টিতেই পরিণত হয় মাছ চাষের পুকুরে। সরেজমিন মাঠে গিয়ে দেখা গেছে, রিক্সা ও ভ্যান গাড়ী চালকরা কাঁদা মাঠি মিশ্রিত গাড়ীগুলো পুকুরে না নিয়ে মাঠের পানিতে ধুয়ে মুছে পরিস্কার করছে।
খোঁজ নিয়ে জানা গেছে, মাঠের পশ্চিমে পুকুর ও পূর্ব দিকের পানি নিস্কাশনের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই মাঠটি পরিণত হয় পুকুরে। উক্ত মাঠের ক্রীড়াপ্রেমী ও স্থানীয়দের দাবী পানি নিস্কাশনের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় মাঠটিতে আজ এমন দূরাবস্থার সৃষ্টি হয়েছে। তারা দ্রুত পানি নিস্কাশনের ব্যবস্থা করে দিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, মাঠ থেকে পানি নিস্কাশনের ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় এ দূরাবস্থার সৃষ্টি হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জানানো হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply