স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের ঘটনার মূলহোতা হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মুফতি সাজিদুর রহমান ও সাধারণ সম্পাদক মুফতি মোবারক উল্লাহ সহ জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিগ্রস্ত রেলওয়ে স্টেশনের পুনঃসংস্কার করে সকল ট্রেনের পুনরায় যাত্রা বিরতির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (০৫ জুন) সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন ব্রাহ্মণবাড়িয়া সন্ত্রাস বিরোধী মঞ্চ।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আব্দুন নুর, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবু হোরায়রা, প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মোঃ মনির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply