স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
প্রতিটি জেলা ও উপজেলায় নির্মাণাধীন ৫৬০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে প্রথম পর্যায়ে সারাদেশে ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও নবীনগর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার (১০ জুন) সকাল সাড়ে ১০ টায় ঢাকা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার এ দুটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে বিজয়নগর ও নবীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে পৃথক পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে গণভবনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে ভিডিও কনফারেন্সের যোগ দিয়ে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন ঘোষণা করেন।
বিজয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া -০৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন, জেলা গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম ভুইয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইয়াসির আরাফাত, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম ভুইয়া, সাধারন সম্পাদক অ্যাডভোকেট তানভীর ভুইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না ও মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী দাস সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply