গত শুক্রবার (১১ জুন) সন্ধ্যা সাতটায় ব্রাহ্মণবাড়িয়া হতে প্রকাশিত আবদুল্লাহ আল নাঈম এর সম্পাদনায় অনলাইন নিউজ পোর্টাল ভিজিটাল ব্রাহ্মণবাড়িয়ার কার্যালয় উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের
সাংবাদিকবৃন্দ। পৌর শহরের টেংকের পাড় পৌর কমিউনিটি সেন্টারের ২য় তলায় এ কার্যালয় উদ্বোধন হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি , বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন , সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি সৈয়দ মুহাম্মদ আকরাম, জেলা সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মনির
হোসেন, প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ নজরুল ইসলাম শাহজাদা । উদ্বোধনী অনুষ্ঠানে আসিফ ইকবাল এর সভাপতিত্বে মনির হোসেন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আবদুল্লাহ আল নাঈম , প্রধান অতিথির বক্তব্য ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি বলেন, ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়া দীর্ঘ ১০বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছে । ভবিষ্যতে এভাবেই সংবাদ পরিবেশনে অনন্য ভূমিকা পালন করবে ভিজিটাল ব্রাহ্মণবাড়িয়া অনলাইন নিউজ পোর্টাল । পরে অন্যন্য সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন। (প্রেস বিজ্ঞপ্তি)
Leave a Reply