স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ফের বদলী হলো ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশের নবাগত ওসি মোঃ লোকমান হোসেন। বদলীর মাত্র ৫ দিনের মধ্যেই পুলিশ সদরদপ্তর থেকে থাকে বদলির আদেশ জারি করেন।
বৃহস্পতিবার (১৭ জুন) বাংলাদেশ পুলিশ সদরদপ্তর থেকে বিজয়নগর থানা পুলিশের নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেনকে আর্ম পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলী করে এক আদেশ জারি করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
এদিকে, মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় জেলা পুলিশে বদলীর হিড়িক পড়ে। এর ধারাবাহিকতায় গত ৯ জুন পুলিশ সদরদপ্তরের এক আদেশে বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুর রহমানকে রংপুর পুলিশ বিভাগে বদলি করেন। পরে গত শনিবার (১২ জুন) পুলিশ সুপার কার্যালয়ের এক আদেশে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি’র) ওসি মোঃ লোকমান হোসেনকে বিজয়নগর থানার ওসি হিসেবে পদায়ন করা হয়।
উল্লেখ্য, এর আগে গত ১/১১ সময়ে মোঃ লোকমান হোসেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে এক নারী কেলেঙ্কারির ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া থেকে থাকে বদলী করা হয়। বদলীর কয়েক বছর পর মোঃ লোকমান হোসেন গত ২০২০ ইং সনে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার ওসি হিসেবে ফের ব্রাহ্মণবাড়িয়ায় আসেন, পরে কসবা থেকে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়। সর্বশেষ চলতি ১২ জুন ২০২১ ইং তারিখে তাকে জেলার বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply