আব্দুল হান্নান, নাসিরনগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক গ্রাম থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০০ গ্রাম গাঁজাসহ গোলাপ ফকির (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন পুলিশ।
শনিবার (১৯ জুন) রাত সাড়ে ১২ টায় উপজেলার ফান্দাউক গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন পুুলিশ। গ্রেপ্তারকৃত গোলাপ ফকির ফান্দাউক গ্রামের মৃত নায়েব আলীর ছেলে।
জানা যায়, শনিবার রাত সাড়ে ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামে পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী গোলাপ ফকিরকে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩শ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে জব্দ করেন।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুল্লাহ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply