স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় ডাস্টবিন থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুর ২টায় পৌর শহরের পশ্চিম পাইকপাড়ার ট্যাংকেরপাড় এলাকা থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সোমবার দুপুরে পশ্চিম পাইকপাড়ার ট্যাংকের পাড়ের সামনে একটি ডাষ্টবিন পরিস্কার করার সময় পরিস্কার কমর্ীরা পলিথিনে মোড়ানো অবস্থায় ছেলে নবজাতকের লাশ দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তিনি বলেন ধারনা করা হচ্ছে, কেউ হয়তোবা অবৈধ গর্ভপাত করে বাচার মরদেহ ডাষ্টবিনে ফেলে গেছে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply