স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবময় পথচলার ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুন) বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা জেলা আওয়ামী লীগ আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।
এতে জেলা আওয়ামীলীগের সহসভাপতি পৌর মেয়র মিসেস নায়ার কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি তাজ মোঃ ইয়াছিন, হাজী হেলাল উদ্দিন, মুজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, উপ-দপ্তর সম্পাদক মোঃ মনির হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কালাম ভুইয়া, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন, সাধারন সম্পাদক এম সাইদুজ্জামান আরিফ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply