সমগ্র বিশ্বে আর্ত মানবতার সেবায় নিয়োজিত রোটারী ইন্টারন্যাশনালের অন্তর্ভুক্ত রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের রোটাবর্ষ ২০২০-২০২১ এর নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক দিনদর্পন’র নির্বাহী সম্পাদক রোটাঃ মোঃ শাহজাদা পিএইচএফ’কে প্রেসিডেন্ট ও ইঞ্জিনিয়ার এম এম কামাল উদ্দিন পিএইচএফ’কে সেক্রেটারী নির্বাচিত করা হয়। কমিটির বোর্ড অব ডাইরেক্টস অন্যান্যরা হলেন প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ ডাঃ মোস্তাফিজুর রহমান খান পিএইচএফ, ভাইস প্রেসিডেন্ট রোটাঃ খসর“ মিয়া পিএইচএফ, রোটাঃ ডাঃ মোস্তাফিজুর রহমান খান পিএইচএফ, জয়েন্ট সেক্রেটারী রোটাঃ ডাঃ সাফওয়ান মোঃ সাইদুজ্জামান নাভিল পিএইচএফ, ট্রেজারার রোটাঃ আনিসুর রহমান পিএইচএফ, সারজেন্ট-এট-আরম্স রোটাঃ নাসিমা খান ইভা, রোটাঃ মুখলেছুর রহমান পিএইচএফ, ডাইরেক্টর ক্লাব ট্রেইনার রোটাঃ ডাঃ সুখেন্দু বিকাশ তালুকদার পিএইচএফ, ডাইরেক্টর ক্লাব সার্ভিস রোটাঃ পিপি গোলাম মোস্তফা পিএইচএফ, ডাইরেক্টর ভোকেশনাল সার্ভিস রোটাঃ আনিসুর রহমান মোলা (শিকু) পিএইচএফ, ডাইরেক্টর কমিউনিটি সার্ভিস রোটাঃ আনোয়ার“ল কবির পিএইচএফ, ডাইরেক্টর ইন্টারন্যাশনাল সার্ভিস রোটাঃ ডাঃ মনির হোসেন পিএইচএফ। (প্রেস বিজ্ঞপ্তি)
Leave a Reply