স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে হুমায়ূন কবির (২৮) ও মোঃ হাকিম মিয়া (৩০) নামে দুই মাদক সেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (০২ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইয়াসির আরাফাত ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাবেয়া আসফার সায়মা পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত এ কারাদণ্ডাদেশ দেন।
জানা যায়, শুক্রবার উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের সিঙ্গারবিল গ্রামের মৃত আবুল ফয়েজের ছেলে হুমায়ুন কবিরকে পেনাল কোডের ২৯১ ধারায় ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম ইয়াসির আরাফাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
অপরদিকে, একই ইউনিয়নের মেরাশানী গ্রামের মানিক মিয়ার ছেলে মোঃ হাকিম মিয়াকে মাদক সেবনের দায়ে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া আসফার সায়মা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। পরে দণ্ডাদেশ প্রাপ্ত আসামীদের বিজয়নগর থানা পুলিশের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply