সময়নিউজবিডি রিপোর্ট
বিশিষ্ট মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, ব্রাহ্মণবাড়িয়ার সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন দুইদিনব্যাপী আর্ন্তজাতিক সম্মেলনে যোগ দিতে ভারতের ত্রিপুরা পৌঁছেছেন।
বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে দুইদিনব্যাপী এ আর্ন্তজাতিক সম্মেলনে যোগ দিতে তিনি ভারতের ত্রিপুরা যান।
তিনি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী “ বিশ্ব সুফিবাদ ও অসাম্প্রদায়িক চেতনা ” শীর্ষক সম্মেলনে যোগ দিবেন।
বৃহস্পতিবার সকালে জাতিসংঘের ইউআরআই বাংলাদেশ প্রতিনিধি ব্র্যাক ইউনিভার্সিটির অধ্যাপক ড.মোঃ আব্দুল হাই এবং কবি জয়দুল হোসেন সহ সম্মেলনের বাংলাদেশের প্রতিনিধি দলটি আখাউড়া চেকপোষ্ট দিয়ে ভারতে গমণ করেন। এই প্রতিনিধি দলটি ভারতের ত্রিপুরা এবং কলকাতা সফর করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply