বিজয়নগর প্রতিনিধি
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সড়ক দূর্ঘটনায় ২জন আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (০২ মে) বিকেল ৫টায় উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর নামক এলাকায়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর এলাকার ঢাকা -সিলেট মহাসড়কের পাশে কোয়ান্টাম বেভারেজের সামনে একটি গরুবহনকারী পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৮-১৪৩৬) ও ঢাকা মেট্রো-(উ-১১-১৭৭২) কাভার্ড ভ্যানের মুখোমুখী সংঘর্ষ হলে পিকআপ চালক ও একজন যাত্রী গুরুতর আহত হয়।
এ সময় স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। তবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজয়নগর থানার ওসি তদন্ত সুমন কুমার আদিত্য।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply