সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শনিবার বিকালে সরাইল শাহী জামে মসজিদে ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সরাইল উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এডভোকেট মোঃ নাজমুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক এডভোকেট আব্দুর রাশেদ, সরাইল উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ শফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সদস্য জয়নাল উদ্দিন, মোস্তাফিজুর রহমান, আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে চালানো গ্রেনেড হামলায় তিনি বেঁচে গেলেও মহিলা আওয়ামী লীগ সভানেত্রী আইভি রহমানসহ ২২ জন দলীয় নেতাকর্মীসহ ২৪ জন নিহত হয়েছিল। তারেক ও বাবরসহ যারা এ হামলা চালিয়েছিল তাদের ফাঁসি দাবি করেন বক্তারা। মিলাদ ও দোয়া পরিচালনা করেন শাহী জামে মসজিদের ইমাম।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply